সিলেট ইন্টারন্যাশল হিউম্যান রাইট এসোসিয়েশন ইউকে’র উদ্দ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিসিকের ২৯নং ওয়ার্ডের ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমদ এর সভাপতিত্বে ও সমাজসেবী মোক্তার হোসেন এর পরিচালনায় যুক্তরাজ্য প্রবাসী গুলজার আহমেদ ও আলতাফুর রহমান আনছার, আব্দুল্লাহ আল মামুন, নুরুল ইসলাম, বদরুল আলম, সাব্বির আহমদ এর প্রচেষ্টায় ও এসোসিয়েশনের সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক সাবেক যুগ্ম সচিব সৈয়দ মাহবুব-ই জামিল।
এসময় উপস্থিত ছিলেন ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আলতাজ হোসেন, ব্যবসায়ী তোফায়েল হোসেন কচি, সমাজকর্মী আমিনুল ইসলাম, বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সদস্য রাসেল আহমদ।
সিলেট ইন্টারন্যাশল হিউম্যান রাইট এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে অসহায় দরিদ্র পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি