২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক অধিকার বাংলাদেশ এর আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সিলেট টিলাগড় মসজিদ মার্কেট অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
সিআরবি এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিবের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম শিতাব এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন বিষয়ক সম্পাদক আবু সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ দেলওয়ার আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফিরুজ আলী সুমেল, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, সদস্য আলমগীর হোসেন, মিজান মিয়া, তাজুল ইসলাম হাসু, তায়েফ প্রমুখ।
সিআরবি এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। এই দিবস উদযাপনটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যখন অন্তর্র্বতীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ করছে, যা বাংলাদেশের জনগণকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে। তিনি সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি