সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার অসহায় গরীব ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও পুরুষ্কার বিতরণ করা হয়।
গতকাল ২৮ মার্চ শুক্রবার বাদ জুম আ মাস ব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স সমাপনী উপলক্ষে ঈদের পোষাক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনিতীবিদ বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগরীর সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ।
প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ,ডা: মাওলানা মস্তফা আযাদ,হাফিজ আব্দুল মালিক,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, মুতাহির আলী, , সালেহ আহমদ, হেলাল আহমদ, আল-আমীন, ওয়াব আলী, হুশিয়ার খান, মাওলানা ফয়জুল করিম মিনহাজ, মাওলানা শফিউল আলম, মাওলানা মুশাহিদ আলী, প্রমুখ।মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিশুদ্ধ দ্বীনি ইলম বিতরণ ও নীরক্ষরতা দূরীকরণে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।জামেয়ার অভূতপূর্ব সাফল্য ও সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ছাত্রসংখ্যা দিন দিন বেড়েই চলছে।ফলে পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয় উত্তরোওর বৃদ্ধি পাচ্ছে। অথচ জামেয়ার স্থায়ী ও নির্ধারিত কোন আয়ের ব্যবস্থা নেই।মহান আল্লাহ পাকের দয়া এবং মেহেরবাণীর উপর ভরসা করে দেশী-বিদেশী, দ্বীন দরদী ভাই -বোনদের মুক্ত হস্তে দান খয়রাতে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে।
জামেয়ার একটি লিল্লাহ বোর্ডিং রয়েছে যেখানে অনেক এতিম,অসহায় গরীব শিক্ষার্থীরা ফ্রি খানা খেয়ে দ্বীনি শিক্ষা অর্জন করে আসছে।রমজানের এই বরকতময় দিনে আপনারা যাকাত, ফিতরা ও এককালীন দান খয়রাত করতেছেন।আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “জামেয়া মোহাম্মদিয়া সিলেট.. (মাদরাসা ও এতিমখানায়)সদকার উল্লেখযোগ্য একটি অংশ দান করতঃইলমে নববীর এই প্রতিষ্ঠানটির অব্যাহত উন্নতি ও অগ্রগতিতে আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছেন জামেয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা মোহাম্মদ জহুরুল হক।