৫ এপ্রিল ২৫ ইং রোজ শনিবার দুপুর ২ ঘটিকা থেকে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান- এর সভাপতিত্ব ও নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার আহবায়ক মুফতি আসহাদুল হক নছিরী, জমিয়তে উলামায়ে ইসলাম উমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান, যুব জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা গৌছ উদ্দিন ছাতক অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক জামরুল ইসলাম রেজা,
ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সাবেক সহসভাপতি মাওলানা আব্দুল করিম।
স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ফররুখ নূরী, নবনির্বাচিত সহ সভাপতি জাবেদ আহমদ ,সহ সভাপতি আবু তাহের মিসবাহ, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন সমাজসেবা সম্পাদক, আমিনুর রহমান নির্বাহী সদস্য, সোহেল আহমদ।
অনুষ্ঠানে অতিথিরা জমিয়তের দাওয়াত জমিয়তে পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মধ্যেদিয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মানে অতীতের ন্যায় ছাত্রসমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সংগ্রাম চলমান রাখার আহবান জানান। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে জমিয়তে উলামায়ে ইসলাম ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বদ্ধপরিকর। বক্তরা দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো ছাড়াও আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহবানও জানান।
সর্বশেষ নবনির্বাচিত কমিটির দ্বায়িত্বশীলদের শপথনামা পাঠ করান সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত (সভাপতি) ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহইয়া। পরিশেষে উমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসানের দোয়ার মাধ্যমে ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।