সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে দরগাহ মহল্লাস্থ সংঘের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য সাহাব আহমদ, মাহফুজুল আহমদ শাকিল, সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর জন্য মহাগ্রন্থ আল কোরআন সহিহ-শুদ্ধ করে পড়া অত্যন্ত জরুরী। কারন তিলাওয়াতে কুরআনের অর্থের পবির্তন হলে নামাজ সহীহ শুদ্ধ হবে না। তাই কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা সবার জন্য আবশ্যক। বক্তারা বলেন, কুরআন নাযিলের মাসে পায়রা সমাজকল্যাণ সংঘের সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের উদ্যোগ মহতী ও প্রশংসনীয়। বক্তারা বলেন, কুরআন নাজিলের এ বরকতময় মাসে অল্প সময় মেহনত করলেই কুরআন শিক্ষা করা সম্ভব। বক্তারা এ সংঘের মতো অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানকে সহিহ ও বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি