সিলেটের বিশ্বনাথ থানাধিন মান্দাবাজ গ্রাম নিবাসী হেকিম আলীর ছেলে জমির উদ্দিন (৪০) এর স্ত্রী মোছাঃ সুহেদা আক্তার রনি (৩৮) ও তার মেয়ে সাদিয়া বেগম (৮) গত ০৫/০৪/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ২টা থেকে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে সুহেদা আক্তার রনি’র ভাই সিলেটের জালালাবাদ থানাধিন পূর্ব দর্শা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মোঃ ফরিদ উদ্দিন আকরম বিশ^নাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানাধিন মান্দাবাজ গ্রামের জমির উদ্দিন এর সাথে ১৮ বছর আগে দুই সন্তানের জননী নিখোঁজ মোছাঃ সুহেদা আক্তার রনি’র বিবাহ হয়। বিগত কিছু দিন ধরে তাদের সংসারে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে নিখোঁজ সুহেদা আক্তার রনি তার মেয়ে সাদিয়া বেগম-কে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ খবরটি বাদী মোঃ ফরিদ উদ্দিন আকরম এর ভাগনা সায়েম আহমদ (১৬) মোবাইল ফোনের মাধ্যমে জানালে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মোছাঃ সুহেদা আক্তার রনি উচ্চতা ৫ ফুট ও সাদিয়া বেগমের উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি, উভয়ের গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন- মিডিয়াম, হাল্কা-পাতলা, চুলের রং- কালো, চোখের বর্ণ- কালো। উভয়েই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী অভিযোগের সততা স্বীকার করে বলেন, নিখোঁজদের বিষয়ে আমাদের অভিযান চলছে।