প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সন্জীদা খাতুন, লোকসংগীত শিল্পী সুষমা দাশ ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া সারোয়ার এর প্রয়াণে গানে গানে স্মরণানুষ্ঠান গতকাল ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ সিংহ বাড়িতে অনুষ্ঠিত হয়।
উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
সাংবাদিক সঞ্জয় কুমার নাথ ও বাচিকশিল্পী শাশ^তী ঘোষ সোমা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভার শুরুতে সকলে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুলের পাপড়ি ছিটিয়ে গুণীজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
রানা কুমার সিনহার পরিচালনায় আনন্দলোক সিলেট, প্রতীক এন্দ টনির পরিচালনায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট, অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় গীত বিতান সিলেট সমবেত সংগীত পরিবেশন করে।
বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, রানা কুমার সিনহা, প্রতীক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী, প্রদীপ দে, প্রভাতী সিংহ মজুমদার দেবী, পরমা সিংহ মজুমদার পূজা ও সুদীপ্তা পাল শাওলী প্রমুখ একক সংগীত পরিবেশন করেন।
আবৃত্তি করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বাচিক শিল্পী জ্যোতি ভট্টাচার্য্য ও সুকান্ত গুপ্ত।
স্মরণ সভায় সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, আইনজীবী এ.ইউ শহীদুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী সহ সিলেটের বহু অনুরাগীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগীতানুষ্ঠানে বাঁশীতে সংগত দেন বেতার শিল্পী মোঃ কুতুব উদ্দিন। স্মরণ সভায় জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সম্পাদনায় প্রকাশিত ‘গানে গানে স্মরণ’ সংকলন তুলে দেন আমন্ত্রিত শুভার্থীদের মাঝে। অনুষ্ঠানে সকলকে চা-চক্রে আপ্যায়িত করা হয়।
স্মরণসভায় ও সংকলনে প্রয়াত তিন গুণী শিল্পীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি