সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ মাসুক এর সহধর্মিনীর মৃত্যুতে হযরত আলী রা. ইসলামিক সেন্টার এন্ড হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর হুমায়ূন আহমেদ মাসুক এর সহধর্মিনীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত খতম ও বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উনার জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। মাহফিল শেষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ মাসুক, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড বিএনপি সাহেল আহমেদ নয়ন, টাইম বাংলা নিউজ সিলেট জেলা প্রতিনিধি ও সাংবাদিক শহীদুর রহমান জুয়েল, ক্বারী মাওঃ তোফায়েল আহমদ সুনামগঞ্জী মুহতামিম বাইশটিলা এতিমখানা মাদ্রাসা, ছাত্র মজলিস সিলেট বিমানবন্দর থানা সভাপতি হাফিজ মাওলানা মাসরুর আহমদ আবিদ, সলিম, আকাশ, ইমন, কবির, সালাম প্রমুখ।
আকাশ বাংলা ডটকম/একেজে