১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬
সংবাদ শিরোনাম

কেমুসাসের ১২২৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত
বিশ্বাসের স্বপক্ষে এক নির্ভীক অকুতোভয় দার্শনিক কবি ছিলেন আফজাল চৌধুরী
…ফরীদ আহমদ রেজা
একজন আলোকিত কবি ও শিক্ষাবিদ হিসেবে আলোর দ্যূতি ছড়িয়ে আফজাল চৌধুরী আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। শাশ^ত সুন্দর জীবন দর্শনে আলোকিত সূফিবাদী কবি ছিলেন তিনি। বিশ্বাসের স্বপক্ষে এক নির্ভীক অকুতোভয় ব্যক্তিত্ব আফজাল চৌধুরী ছিলেন একজন মননের কবি, দার্শনিক কবি। তাঁর সাহিত্য সাধনায় সর্বজনীন বিশ্বাস এবং কর্মের মধ্যে ছিল অপূর্ব সম্মিলন। নতুন প্রজন্ম তাঁকে যত জানবে তত সমৃদ্ধ হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২২৩তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ফরীদ আহমদ রেজা উপরোক্ত কথা বলেন।
আজ (২৩ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন কেমুসাস কার্যকরী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মাশুকুর রহমান, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, প্রফেসর আবুল কালাম আজাদ, কেমুসাসের কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য কবি মুহাম্মদ ফয়জুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো. আমিনুল ইসলাম ও মো. ওমর ফারুক।
কবি আফজাল চৌধুরীর বিখ্যাত কবিতা ‘এই ঢাকা এই জাহাঙ্গীরনগর’ আবৃত্তি করেন সিলেট সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক আজহার উদ্দিন খান। সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন ছয়ফুল আলম পারুল, আতাউর রহমান বঙ্গী, যুননূরাইন চৌধুরী, রিজওয়ানুল বারী, মোস্তাফিজুর রহমান, মো. রেজাউল করিম শোয়েব, জুবের আহমদ সার্জন, এম. তানজিল হাসান, এডভোকেট শহীদুল ইসলাম, আকিব চৌধুরী, মো. সোয়েব আহমদ প্রমুখ। আসরে গান পরিবেশন করেন মো. ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল ও মো. বাহাউদ্দীন বাহার। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।
আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo