সিলেটের বিশিষ্ট চিকিৎসক অসুস্থ ডাঃ এ.কে.এম হাফিজকে দেখতে গত ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় তাঁর হাউজিং এস্টেটস্থ বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান সিলেটের স্বনামধন্য মুদ্রণ প্রতিষ্ঠান চলন্তিকা প্রিন্টার্সের সত্ত্বাধিকারী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চলন্তিকা প্রিন্টার্সের সাথে তাঁর সুদীর্ঘকালের সম্পর্কের স্মৃতিচারণ করেন।
পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে উত্তম জলযোগে আপ্যায়িত করা হয়। এ সময় চলন্তিকা প্রিন্টার্সের পক্ষে প্রাক্তন সহকারী ম্যানেজার বিনয় ভূষণ তালুকদার, প্রাক্তন স্টাফ আফিয়া খাতুন, মণি খাতুন এবং বর্তমান ম্যানেজার মোঃ আব্দুর রহিম জনি উপস্থিত ছিলেন।
কুশল বিনিময় কালে তাঁর সুস্বাস্থ্য ও আনন্দময় অবসর জীবন কামনা করা হয়। বিজ্ঞপ্তি
আকাশ বাংলা ডটকম/একেজে