সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আখলাক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আখলাক আহমদ চৌধুরী নিজের জীবন দিয়ে হলেও সিলেটবাসীর সুখ-শান্তি ও উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। সিলেটবাসীর জনসেবায় তিনির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সিলেটবাসীর বঞ্চিত বহুবিদ দাবী-দাওয়া আদায়ে আখলাক আহমদ চৌধুরী ছিলেন সব সময় সোচ্চার।
শোকবার্তা নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
আকাশ বাংলা ডটকম/একেজে