সিলেটে এক মানববন্ধনে বক্তাগণ অন্তর্বর্তীকালীন সরকারে সিলেট থেকে দু’জন উপদেষ্টা নিয়োগ ও সিলেটে পৃথক প্রদেশ গঠনের দাবী জানিয়েছেন। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিয়ানীবাজার উপজেলার সচেতন নাগরিকদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবী জানানো হয়।
বক্তাগণ বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সহ অন্যান্য উপজেলার প্রবাসীরা সিলেট শহরে প্রবেশ না করে যানজট এড়িয়ে এয়ারপোর্টে দ্রুত যাতায়াতের সুবিধার্থে অবিলম্বে এয়ারপোর্ট-সাহেববাজার সড়ককে দু’লেনে উন্নয়ন ও সম্প্রসারণ করা এবং গোলাপগঞ্জ উপজেলার শিকপুরে কুশিয়ারা নদীতে ব্রিজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান। বক্তাগণ জাতীয় অর্থনীতিতে সিলেটবাসীর অবদানের কথা উল্লেখ করে অবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, সিলেটে পৃথক প্রদেশ গঠন, সিলেট – ঢাকা ডাবল রেল লাইন স্থাপন, সিলেট-ঢাকা সড়ক এর ৬ লেনে উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট বিভাগের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ, সকল রাস্তাঘাট সংস্কার সহ সিলেটবাসীর ন্যায্য দাবী অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান।
সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতী আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট মামুন রশীদ, সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, ওসমানী নগর উপজেলার উসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, প্রবীণ সংগঠক রিয়াজ উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, গণদাবী ফোরামের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন প্রবীণ সংগঠক আব্দুল খালিক, এম.এ জলিল, হাজী আব্দুল খালিক, আমীর আহমদ খুকু মিয়া, হাওর আন্দোলনের নেতা খালেদ মিয়া, সিলেট টু নিউইয়র্ক ইউটিউব চ্যানেলের ফুল মিয়া, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, কোর্ট পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সম্পাদক কামরুজ্জান কামরুল, আব্দুর রউফ, মাছুম আহমদ প্রমুখ।
মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সদস্য আজিমুর রহমান বোরহান, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বিয়ানীবাজার সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মাসুদুল হক ছানু। বিজ্ঞপ্তি
আকাশ বাংলা ডটকম/একেজে