১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:২০

সাংবাদিক সামিউলের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী পালন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি ও জাতীয় পত্রিকা দৈনিক সকালের সময় এবং সিলেটভিউ’র শান্তিগঞ্জ প্রতিনিধি সামিউল কবিরের পিতা গোলাম মোস্তফার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(১ লা ফেব্রুয়ারী) তাঁর পরিবারের উদ্যােগে শান্তিগঞ্জস্থ নিজ বাড়িতে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ১ ফেব্রুয়ারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে এতিম অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়।

মরহুম গোলাম মোস্তফা ছিলেন একজন সমাজসেবক, নামাজি ও পরহেজগার মানুষ এবং খাজা সাইফুদ্দিন নকশবন্দী মুজাদ্দিদীর (ইনায়েতপুরী) শম্ভুগঞ্জীর একজন ভক্ত ও খাটি মুরিদ ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo