বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যেগে জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গত ৩১ জানুয়ারী শুক্রবার নগরীর দরগা গেইটস্থ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা এনামুল হক সাবির।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন। ২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতা জীবন দিয়েছে। আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এমন অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরোও বলেন- প্রশাসনের প্রতি আহ্বান আপনারা গণহত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন। আওয়ামী লীগ দেশে গত ১৫ বছর লুটপাট, দখলদারি, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে মুখে তাদের মসনদ ভেঙে গেছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাদের সেই দখলদারি, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান যেখানেই চাঁদাবাজ, দখলদার পাবেন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ।
মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, ডাঃ ফয়জুল হক সাবেক শাবিপ্রবি শাখার সভাপতি খসরুল আলম, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক পূর্ব জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান খান, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ভার্থখলা জামেয়া সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাবেক জকিগঞ্জ উপজেলা সভাপতি খালেদ আহমদ, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, এমসি সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি