দ্য আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক আবদুল কাদির জীবন’র জন্মদিন স্মারক স্পিরিট ম্যান Spirit Man
কামরুল আলম
আবদুল কাদির জীবন সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে একজন পরিচিত মুখ। ছড়াকার ও প্রাবন্ধিক হিসেবে বেশ পরিচিত। তার অনেক ছড়া ও প্রবন্ধ ইতোমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই তার পাঁচটি গ্রন্থ প্রকাশ হয়েছে। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। পাশাপাশি সাংবাদিকতায় কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময় থেকে। তার বিভিন্ন সৃজনশীল প্রতিভার জন্য অনেক সংস্থা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই তিনি পুরস্কৃত হয়েছেন। আজ এই তরুণের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তার প্রিয় মানুষরা থাকে নিয়ে স্পিরিট ম্যান Spirit Man নামে একটি স্মারক প্রকাশ করেছে। এই স্মারকে আবদুল কাদির জীবনের বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি।
ছড়াকার আবদুল কাদির জীবনের গ্রামের বাড়ি ভাটি বাংলা নামে খ্যাত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও (৭ নং ওয়ার্ড) গ্রামে। তিনি ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। তার পিতা মোঃ রফাত উল্লাহ এবং মাতা জাহানারা বেগম। জীবন বন্দর গাঁও ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০১১ সালে দাখিল, জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসা থেকে ২০১৩ সালে আলিম, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অধীনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ২০১৭ সালে ফাজিল (ডিগ্রি) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ২০২০ সালে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থেকে বি.এ অনার্স ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থেকে ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেন। আবদুল কাদির জীবন দাখিল পড়াকালীন সময় মাদরাসা ছাত্রসংসদের ভিপির দায়িত্ব পালন করেন।
পড়াশোনার পাশাপাশি আবদুল কাদির জীবন লেখালিখির সাথে যুক্ত। তিনি লেখালিখি শুরু করেন সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন কবিসাহিত্যিক ও মনিষীদের লেখা পাঠ করে অনুপ্রাণিত হয়ে সাহিত্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি প্রবন্ধ, ছড়া, কবিতা, বিভিন্ন ব্যক্তির জীবনী, সাক্ষাৎকার, ফিচারসহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। মাগো আমার মা শিরোনামে জীবনের প্রথম লেখা প্রকাম হয় ২০১২ সালে সিলেটের দৈনিক কাজির বাজার পত্রিকায়। তারপর থেকে লেখা প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে। এ পর্যন্ত পাঁচটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ২০১৯ সালে প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ দুঃখ নাচে সুখের কাছে প্রকাশ করেছে প্রকাশনাসংস্থা পাপড়ি । ২০২২সালে লিডিং ইউনিভার্সিটি প্রিয় প্রাঙ্গণ রাগীব রাবেয়া ফাউন্ডেশন থেকে বের হয় একুশে বইমেলায়। ২০২৩ সালে আবদুল কাদির জীবন সম্পাদিত জীবনীগ্রন্থ কবি কামাল আহমদ জীবন ও সাহিত্যকর্ম অটোগ্রাফ পাবলিকেশন থেকে, ২০২৪ সালে পাপড়ি প্রকাশনী থেকে ছড়াগ্রন্থ জীবন-ছড়া ও ২০২৫ সালে দোঁআশ প্রকাশনী থেকে প্রবন্ধগ্রন্থ জীবনস্রোত প্রকাশ হয়। তার যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কবিতা কানন । সিলেট বেতার থেকে তিনি স্বরচিত ছড়া পাঠ করেন। পেয়েছেন সেখান থেকে সম্মানিও। এছাড়া তার বিভিন্ন লেখা প্রকাশ হয়েছে যুগান্তর, যায়যায়দিন, ইনকিলাব, প্রথম আলো, সিলেটের ডাক, সিলেট বাণী, কাজীর বাজারসহ বিভিন্ন পত্রিকায়।
ছড়াকার আবদুল কাদির জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করেন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে। তিনি বর্তমানে জাতীয় অনলাইন নিউজ-পোর্টাল রেডটাইমস ডটকম ডটবিডি এর স্টাফ রিপোর্টার (সিলেট), গ্রিণবাংলানিউজ ডটকম-এর সিলেট মহানগর প্রতিনিধি, নিউজবিডিজার্নালিস্ট টোয়েন্টিফোর ডটকম-এর সিলেট জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত সিলেট-এরর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি সিলেটপ্রতিদিন টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার, সিলেট এক্সপ্রেসের ফটোগ্রাফার, সিএনবাংলা ডটকমের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছিলেন। তাছাড়া ইংরেজি পত্রিকা দ্য সিলেট টুডে-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
আবদুল কাদির জীবন একজন শিক্ষক। মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা যাদেরকে বুঝি তাদের মধ্যে একজন আবদুল কাদির জীবন। সিলেটের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক হিসেবে দীর্ঘদিন থেকে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন।
সিলেটের সাহিত্য সংস্কৃতির অঙ্গনে সংগঠক হিসেবে আবদুল কাদির জীবনের রয়েছে বেশ পরিচিতি। আবদুল কাদির জীবন (জানুয়ারী ২০২২-ডিসেম্বর ২০২৩) সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে সিলেট মোবাইল পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক। তাছাড়া সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহপ্রচার সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবদুল কাদির জীবন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর আজীবন সদস্য, সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)-এর আজীবন সদস্য, সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের আজীবন সদস্য, সুনামগঞ্জ গণপাঠাগারের আজীবন সদস্য।
আবদুল কাদির জীবন সবচেয়ে বেশি পরিচিত যে কাজের জন্য তা হলো দ্য আর্থ অব অটোগ্রাফ সম্পাদনা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রকাশ করেছেন সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ও সমাজ বিষয়ক ইংরেজি ম্যাগাজিন দ্য আর্থ অব অটোগ্রাফ । ইতিমধ্যে ১০টি সংখ্যা প্রকাশ হয়েছে। একাদশ সংখ্যার কাজ চলছে। এই ম্যাগাজিন ছাড়াও তিনি সম্পাদনা করেছেন অনেক সাহিত্যপত্রিকা ও ম্যাগাজিন। তারমধ্য উল্লেখযোগ্য কয়েকটি হলো- সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছয়ালাপ ( সংখ্যা ৪ ও ৫), একুশ রক্তে লাল (২০১৪), আরশিতে দিপন, স্বাধীনতার ডাক (২০১৪), সেতুবন্ধন (২০১৪), ইংরেজি সাহিত্যের ছোট কাগজ জিনিয়াস । সম্পাদনা পরিষদের সাথে সম্পৃক্ত এরকম ম্যাগাজিন রয়েছে অর্ধশত।
সিলেটের তরুণ ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন ইতিমধ্যেই অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে অন্যতম হলো- ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম তরুন এওয়ার্ড ও সম্মাননা-২০২৪, ইউকে বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সম্মাননা স্মারক-২০২৩, সিলেট মোবাইল পাঠাগার কর্তৃক সিমোপা তরুণ সাহিত্য পুরস্কার-২০২৩, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুবাস কর্তৃক সুবাস পদক -২০২০, লিডিং ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি বাংলাদেশ কর্তৃক বুক রিডিং কম্পিটিশন অ্যাওয়ার্ড-২০১৯, ছাত্র ও যুবকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত অধুমপায়ী স্মার্ট যুব সংবর্ধনা-২০১৮।
ব্যক্তিগত জীবনে তিনি খুবই আন্তরিক, কর্মঠ, সদালাপী, বন্ধুবাৎসল্য ও মিশুক চরিত্রের অধিকারী একজন পুরুষ। তার লেখায় প্রকৃতি, প্রেম-ভালোবাসা, মানুষ, মানবতা, জীবন ও জগতের বিভিন্ন বিষয় স্থান পায়।
এই উদীয়মান তরুণ ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের জন্মদিনে ফুলেল শুভেচছা ও অভিনন্দন। আগামী দিনগুলো হোক অনেক সুন্দর ও সফলতার। তার লেখালিখির হাত আরো প্রসিদ্ধ হোক সেই প্রত্যাশা করছি।
লেখক :
কামরুল আলম
সাহিত্য সম্পাদক, দৈনিক প্রভাতবেলা