ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক ও প্রকাশক, ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন-এর জন্মদিন স্মারক ‘স্পিরিট ম্যান’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী ২০২৫) সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন সম্পাদিত ‘স্পিরিট ম্যান’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, মদনমোহন সরকারি কলজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জেবা আমাতুল হান্না, প্রাবন্ধিক মোঃ আব্দুল হক, ছড়াকার ও ব্যাংকার শাহাদত বখত শাহেদ, শব্দসিড়ী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-সংগঠক ইমামুল ইসলাম রানা, সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ সাহিত্য পরিষদের সভাপতি, ছড়াকার সাজন আহমদ সাজু, কানাইঘাট লেখক পরিষদ ও প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, ত্রৈমাসিক অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, কবি ও সংগঠক রিপন মিয়া ও গল্পকার জীম হামযা প্রমুখ।