আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’র আয়োজন করতে যাচ্ছিলো মহানগরের কুমারপাড়াস্থ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ। তবে ‘উলামা পরিষদ’ নাম সংগঠনের বাধার মুখে তারা কনফারেন্স আলিয়া মাঠের পরিবর্তে ‘আত-তাক্বওয়া মাসজিদ’ প্রাঙ্গণেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ ধরনের কর্মকান্ড সম্পূর্ণ ইসলামী বিরোধী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’র মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আলিয়া মাদরাসা মাঠে তাদের ৭ম ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু ‘উলামা পরিষদ’র বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ বাইরে কনফারেন্স আয়োজনের অনুমতি দেয়নি। ফলে সিলেটের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কর্তৃপক্ষ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ প্রাঙ্গনেই দুদিনব্যাপী এই কফারেন্স করবেন। তিনি বলেন, যারা ইসলাম প্রচারে বাধা দিচ্ছেন, তারা পথভ্রষ্ট। আমরা সত্যের পথে আছি, আমাদের বিজয় নিশ্চিত।
কনফারেন্সে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন উল্লেখ করে মুতাওয়াল্লি আব্দুছ ছবুর বলেন, সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কনফারেন্সে এসে কথাগুলো শুনুন। আলেমরাও এসে আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা নিজেদের ‘শুধরে’ নেবো।
‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষের বর্তমান সময়ের আহলে হাদিস অনুগামীতা ও সিলেটের পরিচালিত তাদের নানা কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুছ ছবুর চৌধুরী ও মাসজিদ কমিটির সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী।
৭ম সিরাতুল মুস্তাকিম কনফারেন্স উপলক্ষে ৫ ফেব্রুয়ারী-২০২৫ বৃহস্পতিবার তাক্বওয়া মাঠে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সর্বজনাব শায়েখ মোঃ মাজেদুল ইসলাম মাদানী, শায়েখ সাদিকুর রহমান, কালাম আহমদ চৌধুরী, শহিদুল ইসলাম, মুজিবুল হক রাজু, আব্দুল বাতিন চৌধুরী, জুবের আহমদ টুটুল, আব্দুছ ছবুর চৌধুরী, মোঃ আব্দুল বাছিত চৌধুরী নিপু, হুমায়ূন কাদির রিপন, মোঃ আফজল হোসেন মাফিক, আহমদ রাহিক্ব মজুমদার, নুরুল হক স্বপন, জুয়েল আহমদ চৌধুরী, ফয়সাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি