১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৫৯
সংবাদ শিরোনাম

ছায়ালাপ সিলেট মোবাইল পাঠাগারের অমর সাহিত্যপত্র

সৈয়দ আছলাম হোসেন
  • আপডেট বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

দুটি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল ( র.) হযরত শাহপরান ( র.) এর পূণ্য ভুমি সিলেট শহরে যুগে যুগে শত শত কবি সাহিত্যিকের উদয় হয়েছে। এই কবি সাহিত্যিকের কর্মকে স্মৃতির পাতায় অমর করে রাখতে সিলেটের যে কয়টি প্রতিষ্ঠান নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে সিলেট মোবাইল পাঠাগার অন্যতম। যেখানে শব্দচাষিদের উৎসবমুখর পরিবেশে হয় সাপ্তাহিক সাহিত্য আসর। হাটি হাটি পা পা করে সিলেট মোবাইল পাঠাগার সাহিত্যের ধারক ও বাহক হিসেবে দুই যুগ সফলতার সাথে অতিক্রম করে ১ লা সেপ্টেম্বর ২০২৪ ই; ২৪ বছর পূর্তি অনুষ্টান সম্পন্ন করেছে। দুই হাজার সালের ১ লা সেপ্টেম্বর সিলেটের ঘরে ঘরে সাহিত্যের আলোয় আলোকিত করার প্রত্যয়ে সুসাহিত্যিক মনির উদ্দিন চৌধুরী ও প্রিন্সিপাল কর্নেল ( অব) এম আতাউর রহমান পীর সাহেবের স্বপ্নের বীজ অ;কুরিত হয়ে আজকের এই সিলেট মোবাইল পাঠাগার । এই স্বপ্নকে হৃদয়ে ধারন করে যে সব কবি সাহিত্যিকবৃন্দ এই পাঠাগারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের মধ্যে যারা না ফেরার দেশে চলে গেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি আর যারা বেচে আছেন তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

সিলেট মোবাইল পাঠাগারটি যারা আন্তরিক ভাবে পরিচালনা করেছেন তাদের শ্রম বৃথা যায়নি, বৃথা যাবেওনা । বই পাঠের পাশাপাশি সাহিত্য আসরের উপস্থিত কবি সাহিত্যিকের নাম অমর করে রাখতে ছায়ালাপ নামে ছোট পুস্তিকা নিয়মিত প্রকাশ হয়ে আসছিল দীর্ঘদিন থেকে। বর্তমান সময়ের দায়িত্বশীলগন তাদের দূরদর্শি চিন্তাভাবনার ফসল হিসেবে সিলেট মোবাইল পাঠাগারের ছায়ালাপকে বর্ধিত পরিষরে প্রকাশ করে সিলেটের সাহিত্যজগৎকে গ্রন্থ আকারে প্রকাশ করে আগামী প্রজন্মের জন্য এক যুগান্তকারী ইতিহাস তৌরি করে কালের সাক্ষী হয়ে গেলেন। ইতিমধ্যে ছায়ালাপ সমগ্র-১ (১-৫০), ২ (৫১-১০০), ৩ (১০১-২০০), ৪ (২৬১-৭৬৮) ৫ ( ৭৬৯-৮৬৯) সাহিত্য আসর ক্রমে ছায়ালাপ সমগ্র ১, ২,৩ মিলে একটি ও ৪,৫ আলাদা ভাবে দুটি স;খ্যা প্রকাশিত হয় যাতে কবি সাহিত্যিকদের কবিতা, ছড়া, গান, প্রবন্ধ ও অনুষ্টানের তথ্যচিত্র ইতিহাস হয়ে দাড়িয়ে আছে। ছায়ালাপ সাহিত্যপত্র সফল করতে সম্পাদকমন্ডলীর সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, প্রধান সম্পাদক আব্দুস সাদেক লিপন ও তরুন প্রজন্মের অহ;কার কবি আবদুল কাদির জীবন এর নাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।

যাদের শ্রম, মেধা, সময়, অর্থ এই ছায়ালাপ প্রকাশে অগ্রনী ভুমিকা পালন করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট মোবাইল পাঠাগারের প্রকাশনায় এই সাহিত্যপত্রটির প্রতিটি বর্ধিত স;খ্যার প্রচ্ছদ করেছেন কবি নাইমুল ইসলাম গুলজার। তিনি মনের মাধুরি মিশিয়ে শিল্পির তুলির আচড়ে চমৎকার ভাবে সাজিয়েছেন প্রচ্ছদটি। অক্ষর বিন্যাসে ছিলেন মিজানুর রহমান তাহসান, মুদ্রন ও পরিবেশক হলেন সিলেটের সাহিত্যাঙ্গনের সফল শব্দচাষি ছড়াকার কামরুল আলম এর তত্বাবধানে পাপড়ি প্রিন্টিং এন্ড পাবলিকেশন তালতলা সিলেট। অনলাইন পরিবেশক রকমারি ডটকম। ছায়ালাপ স;খ্যাটি পাঠক মহল পাঁচশত টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে স;গ্রহ করে সিলেট মোবাইল পাঠাগারের আদিঅন্ত ইতিহাস নিজ ঘরে বা নিজ পাঠাগারে স;রক্ষন করে রাখতে পারেন। এর ধারাবাহিকতা চলমান থাকুক যুগ থেকে যুগান্তরে।

লেখক : কবি ও কলামিষ্ট, জীবন সদস্য, সিলেট মোবাইল পাঠাগার, সিলেট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo