১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৫৮
সংবাদ শিরোনাম

কবি কামাল আহমদ’র জীবন ও সাহিত্যকর্ম: আবদুল কাদির জীবনের একটি বড় সাধনা

শামসীর হারুনুর রশীদ
  • আপডেট বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

গ্রন্থালোচনা
কবি কামাল আহমদ’র জীবন ও সাহিত্যকর্ম: আবদুল কাদির জীবনের একটি বড় সাধনা
…শামসীর হারুনুর রশীদ

তরুণ কবি, প্রাবন্ধিক ও শিক্ষক আবদুল কাদির জীবনের সম্পাদনায় প্রকাশিত “কবি কামাল আহমদ’র জীবন ও সাহিত্যকর্ম” ব‌ইটি নতুন ধারার সৃজনশীল একটি সাহিত্যকর্ম। গ্রন্থটি তরুণ লেখক আবদুল কাদির জীবনের একটি বড় সাধনা। যেন পরিশ্রমী একজন লেখকের হাতে কুড়িয়ে দেওয়া একটি পাসপোর্ট। ব‌ইটি প্রকাশে উদ্যোগী হন সিলেটের সাহিত্যাঙ্গনের নেতৃত্ব দানকারী আলোচিত সগঠক, কবি ও অধ্যাপক দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক নিজ উদ্যোগে অবতারণা করেছেন একটি সৃজনশীল সাহিত্য ভুবনের পটভূমি। নিজের আয়োজনে অন্যজনের সাহিত্যকর্ম প্রতিষ্ঠা করার উদ্যোগ এ যেন বিরল এক ঘটনা। ফেমাস ব্যক্তিবর্গ ছাড়া দারিদ্র্য পিঁড়িত একজন কবিকে ছাপার অক্ষরে বিশ্ববিস্তারে তুলে ধরার নজির সিলেটে এই প্রথম বলে আমার ধারণা। এক লাইনের কবি হিসেবে পরিচিত বন্ধুবর কবি কামাল আহমদকে মূল্যায়নে এগিয়ে এসেছেন এই সময়ের খ্যাতিমান সিলেটি লেখক, কবি ও সাহিত্যিকর্মীরা। সহজ-সরল, হাস্যোজ্জ্বল চেহারার সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত কবি কামাল আহমদকে নিয়ে কেউ লিখেছেন প্রবন্ধ-নিবন্ধ, কেউ কবিতা এবং কেউ কেউ ছড়া। অটোগ্রাফ পাবলিকেশন সিলেট কর্তৃক বাহাত্তর পৃষ্ঠায় অফসেট কাগজে ঝকঝকে ছাপা ও নান্দনিক প্রচ্ছদে প্রকাশিত বইটি ইতিমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ব‌ইটি নিয়ে আলোচনা অনুষ্ঠানেও যুগ দিয়েছিলেন শতাধিক লেখক ও কবি-সাহিত্যিক। ডানাকাটা উড়োজাহাজে সকাল-সন্ধ্যা সাহিত্যের কাজে ঘুরে বেড়ানো কামাল আহমদ নিবেদিত একজন সাহিত্যিকর্মী‌। পরিশ্রমী লেখক ও সংগঠক‌। তার আছে সুন্দর একটি মন ও মনন। আছে চিন্তা ও কল্পনার সমৃদ্ধ একটি জগত। তিনি নিজের মতো করে ভাবেন ও লেখেন। তার সেই ভাবুক হৃদয়ের সৃষ্টিকর্ম নিয়ে সম্পাদনা “কবি কামাল আহমদ’র জীবন ও সাহিত্যকর্ম” তিনটি পর্বে সজ্জিত।

প্রথম পর্বে মূল্যায়নধর্মী প্রবন্ধ-নিবন্ধে লিখেছেন–বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, প্রাবন্ধিক রফিকুর রহমান লজু, অধ্যাপক এ এস এম মকবুল রহমান, লেখক সৈয়দ জয়নুল শামছ, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, গীতিকবি ফজলুর রহমান ফজলু, কবি ও শিক্ষক ছয়ফুল আলম পারুল, ছড়াকার, প্রাবন্ধিক ও ইংরেজি ম‌্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদক আবদুল কাদির জীবন, কবি অনিন্দ্য মোস্তাক, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছিত।

দ্বিতীয় পর্বে কবি কামাল আহমদকে নিবেদিত “কবিতা” লিখেছেন, কবি সালেহ আহমদ খসরু, কবি এখলাছুর রহমান, কবি জসীম আল ফাহিম, কবি আতাউর রহমান বঙ্গী প্রমুখ। তৃতীয় পর্বে সাজানো হয়েছে কবি কামাল আহমদের কবিতা। বাছাইকৃত কবি কামাল আহমদের কবিতাগুলো হচ্ছে—-রাজনীতি, সেতু, সত্য পথের পথিক, মাইনাস, রমজান এলো, স্বাগতম, ‌ঋণের পাহাড়, ভাবিদের কথা, চিত্র, ক্ষণিকের দাপট, হাসে জাতিসংঘ, একুশ মানে, ঠিকানা, ধর্ষক পেটাও, প্রতিবাদ, স্বাধীন বাংলা, যত কথা, ভালোই হলো, ভাইরাস, আবেদন, সোনার দেশ, একটি আত্মগত উন্মোচন ও করো আঘাত জারজ অপদখলে। চতুর্থপর্বে সাজানো হয়েছে বিভিন্ন ব্যক্তিকে নিবেদিত কবি কামাল আহমদের লেখা। নিবেদিত লেখাগুলোর মধ্যে রয়েছে- বিশ্বনবি সা., রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর এম এ জি ওসমানী, রাবেয়া খাতুন, নারী এখন এগিয়ে, দেবব্রত রায় দিপন ও আবদুল কাদির জীবন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চারগ্রাম মাস্টার বাড়িতে ১৯৬৫ খ্রিস্টাব্দে জন্ম নেয়া কবি কামাল আহমদ নিজের সৃজনশীল লিখনির মাধ্যমে বিশ্বয়ানে আলো ছড়ানোই হোক তার একমাত্র প্রতিজ্ঞা। ব‌ইটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য শুভ কামনা। আশাকরি এধরনের কাজ অব্যাহত রাখবেন। স্বস্ত্রীক সুস্থ ও ভালো থাকুন কামাল ভাই এই কামনা।

লেখক: শিক্ষক ও গবেষক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo