আমেরিকা প্রবাসী, সাংবাদিক ও সংগঠক জুয়েল সাদাতের মা বেগম মুহিবুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আকাশ বাংলা পরিবার।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারী ২০২৫) ভোর রাতে আমেরিকার ওরলান্ডোতে বেগম মুহিবুন নাহার মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেটের মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
এদিকে সাংবাদিক ও সংগঠক জুয়েল সাদাতের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আকাশ বাংলা ডটকম পরিবার যথাক্রমে সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সম্পাদক ও প্রকাশক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত ও নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবন।
দীর্ঘদিন সিলেট শহরে বসবাস করে, ৯৩ সাল থেকে আমেরিকায় ছেলের সাথে বসবাস করছিলেন তিনি। শুক্রবার (৭ ফেব্রুয়ারী ২০২৫) বিকেল ৩.৩০ ঘটিকার সময় আমেরিকার ফ্লোরিডার ওরলান্ডোতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।