সিলেটের স্বনামধন্য বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এ্যাডলিংক প্রাইভেট লিমিটেডের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে গত ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় মালনীছড়া চা বাগানের হাসপাতালে নানা বয়সী মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে বর্ষপূতি উদযাপন করা হয়।
এডলিংক এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান পীযূষ কান্তি পুরকায়স্থ এর সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে এ্যাডলিংকের মার্কেটিং ম্যানেজার অবিনাশ যাদব, এসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস এন্ড অপারেশন) বিদ্যুত কান্তি সরকার, সিনিয়র এক্সিকিউটিভ (আইটি এন্ড প্রোডাকশন) মোঃ জিল্লুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ (কাস্টমার রিলেশনশীপ) অনিন্দিতা ভট্টাচার্য্য, প্রোডাকশন এসিস্ট্যান্ট পিন্টু দেব, ই-মার্জ এর প্রতিষ্ঠাতা অমিত দাশ, মালনীছড়া চা বাগানের মেডিকেল এসিস্ট্যান্ট আবুল কালাম, সেফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা মোঃ মুহিবুর রহমান সোহেদ, শ্যাডো সিলেটের প্রতিষ্ঠাতা লিটন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সবার আন্তরিক সহযোগিতায় ক্যাম্পেইনটি সফল ভাবে বাস্তবায়িত হয়েছে।
সভাপতির বক্তব্যে রোটারিয়ান পীযূষ কান্তি পুরকায়স্থ বলেন, অতীতেও প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকীতেই এডলিংক পরিবার এই ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে এসেছে। এডলিংক এর কর্ণধার প্রতিষ্ঠানের এই বিশেষ দিনে সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার প্রতি অশেষ করুণা কামনা করেন। বিজ্ঞপ্তি