সিলেটস্থ তাহিরপুর নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা সমাজসেবী ইমদাদুল হক তালুকদার এর পিতা প্রবীণ মুরব্বী মোঃ আব্দুন নুর তালুকদার গত ৮ ফেব্রুয়ারি শনিবার দিবগত রাত ১০ টায় বার্ধক্য জনিত রোগ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
০৯ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
প্রবীণ মুরব্বী মোঃ আব্দুন নুর তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটস্থ তাহিরপুর নাগরিক পরিষদের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোকবার্তায় প্রবীণ মুরব্বী মোঃ আব্দুন নুর তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল মাহবুব মুন্না।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপ এক শোকবার্তায় সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি