১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৮
সংবাদ শিরোনাম

ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের পক্ষে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন
——— সাবেক মেয়র জি.কে গউছ

বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠিকে চোখের চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা একটি মহতী ও প্রসংশনীয় উদ্যোগ। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। কল্যাণমূলক কাজের মাধ্যমে সব সময় তা প্রমাণ করছে। তিনি বিএনপি’র মত দেশ, জাতি ও মানুষের কল্যাণে সমাজের বৃত্তিবানদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে ফেঞ্চুগঞ্জের নূরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ট্ াও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে দিনব্যাপী আয়োজিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ছিলেন গ্রেটার ঢাকা ফোরাম ইউকে’র সভাপতি এডভোকেট গোলাম শাব্বীর আলী পারভেজ।

বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার, নুকফ সংসদ- ফেঞ্চুগঞ্জ ও যুক্তরাজ্য বিএনপি মোহাম্মদ ইকবাল চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ ও মোয়াজ্জেম হোসেন সাহেদ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, সমাজসেবী মোঃ আক্তার হোসেন সুমন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক আল কাওছার হাবিব টিটু, উপজেলা জাসাস’র আহবায়ক জামাল আহমদ, নুকফ সংসদের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম খছরু, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মালেক, সদস্য সহিদুল হক চৌধুরী ইনু, মজিদ আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিরাজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাওন, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল আলম, সদস্য- হোসাইন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার চৌধুরী, সহ সভাপতি জুনেদ আহমেদ, জালালুর রহমান জাছিম, ওহিদুল ইসলাম নাদির, ফেরদৌস রহমান সিয়াম প্রমুখ।

দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৬ শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে থেকে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহমদ, গোয়াইনঘাট তোয়াক্কুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মতিন এবং আনহার উদ্দিন সহ ৪ জনকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ট্ াও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo