১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
সংবাদ শিরোনাম

স্কুল-মাদ্রাসা হতে হবে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য আশ্রয় কেন্দ্র : মুহাম্মদ সেলিম উদ্দিন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত
হেতিমগঞ্জে জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় মেরিট অ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় মেরিট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।
হেতিমগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাজিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, মীরগঞ্জ আল হেরা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ জামাল, জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামির উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল মীরগঞ্জ শাখার ইনচার্জ হাবিবুল্লাহ দস্তগীর, ইসলামী ব্যাংক পিএলসি গোলাপগঞ্জ শাখার ম্যানেজার জালাল আহমদ, বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, কিশোর কন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলার সাবেক চেয়ারম্যান ও জামেয়া কমিটির সদস্য এহতেশামুল আলম জাকারিয়া, মুল্লাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী আনোয়ার হোসেন আনা, ফুলবাড়ি ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আসাদুজ্জামান পাপ্পু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিভাবক মাশুহুদুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক আকমান আলী, আমেরিকা প্রবাসী শিক্ষাবিদ আমীরুল ইসলাম বাচ্চু, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা মূসা, সৌদি আরব প্রবাসী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাখরুল ইসলাম, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাকেল উদ্দিন, সমাজ সেবক রেজাউল করিম রিজু, সিলেট জেলা দলিল লেখক কমিটির সেক্রেটারি শামসুল ইসলাম আনা, সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেটের সদস্য আবিরুল মোমিন আবির প্রমুখ। এছাড়াও জামেয়ার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ  প্রায়  ৪ শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা জুনেদ আহমদ। অনুষ্ঠানে ২০২৪ সেশনে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্কুল-মাদ্রাসা হতে হবে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় কেন্দ্র। আরবি ও ইংরেজি ভাষাকে কমপালসারি করতে হবে, যাতে প্রথম দিন থেকে বাচ্চারা উভয় ভাষায় কথা বলতে পারে। পাশাপাশি বিভিন্ন ইস্যুভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। এছাড়াও তরজমাসহ কুরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এরকম বিভিন্ন ক্রিয়েটিভ ব্যবস্থা নিতে হবে, যাতে শিশুদের শিক্ষাজীবন সুন্দর হয়। পাশাপাশি স্কুলগুলোকে বাচ্চাদের বিনোদনের কেন্দ্র বানাতে হবে। এতে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। তিনি স্কুল, কলেজ-মাদরাসায় প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করার আহবান জানান। এতে শিক্ষার্থীগণ সহজেই ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে পারবে। তিনি হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার মেরিট অ্যাওয়ার্ড প্রদান করায় ধন্যবাদ জানান এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের অ্যাওয়ার্ড প্রদানের আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo