নতুন জ্ঞানের সৃষ্টি হয় পুরনো জ্ঞান চর্চার মাধ্যমে। পুরনো জ্ঞান মেলে বইয়ের পাতায়। আর লেখালেখি তথা সাহিত্যচর্চার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। তাই লেখক-সাহিত্যিকদের পরিকল্পিতভাবে বই পরতে হবে।
সাহিত্য সংসদের ১২২৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
আজ (১৩ ফেব্রæয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কবি ও শিক্ষক ছয়ফুল আলম পারুল, কবি মাহফুজ জোহা।
সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন আতাউর রহমান বঙ্গী, গীতিকবি ওমর ফারুক, কামাল আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, কায়েস মাহমুদ চৌধুরী, মো. দিদার আহমদ প্রমুখ। আসরে গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক।