লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ২০২৫) দুপুর ১টায় লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এর পরবর্তী কার্যক্রম নিয়ে ক্লাবের সদস্য, এবং কার্যকরী সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নতুন সদস্য নিবন্ধনসহ, আগামী দিনের কিছু কার্যকলাপ নিয়ে ক্লাব সদস্যদের মতামত নেয়া হয়।
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসন্ন ইভেন্টগুলো সফল করতে সবাই মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব সদস্যরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এর ডিবেট উইং কো-অর্ডিনেটর আছফারুর রহমান চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি তানভীর আজাদ ইবন, এবং কো-অরগানাইজার পুষ্পিতা ধর।