সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট এর সাহিত্য সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বইমেলা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫:০০ ঘটিকায় তিন দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবিরের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক অনুশুয়া অতসী’র সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ, কবিতা পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি পলাশ লস্করসহ সাবেক নেতৃবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে ৫২ প্রশ্নে ২১ পুরষ্কার কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও মুরারিচাঁদ কবিতা পরিষদের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘জাগরণ’ এর ২১তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সমাপনী দিনে বইমেলার মঞ্চে কলেজের অভ্যন্তরীণ ও সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবিতা, গান, নৃত্য, বিতর্ক পরিবেশনা করে।
বইমেলার সমাপনীর বক্তব্যে মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির বলেন, শিক্ষার্থীদের বইপ্রেমী করার জন্যই আমাদের বিশেষ আয়োজন এবং প্রতিবছরের ন্যায় ৭ম বারের মতো আয়োজন করেছিলাম উক্ত বইমেলা। অন্যন্য বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত। গত তিনদিন লেখক, পাঠকের মিলনমেলায় এম.সি’র মুখরিত ছিল। বক্তব্য শেষে সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১৯, ২০ ও ২১ তারিখ এ বইমেলা অনুষ্ঠিত হয়। এবছর এটি তাদের ৭ম বইমেলা। বইমেলায় মোট ২০টি স্টল রয়েছে। এবছর বুকস্টলের পাশাপাশি ছিল একটি ফুডকার্ট ও একটি অর্নামেন্টসের স্টল।
বইমেলায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাহিরের দর্শনার্থী ও বইপ্রেমীদের আগমন ঘটে। বইমেলায় বই কেনা-বেচার পাশাপাশি দিনব্যাপী কলেজ ও সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলোর মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। মুরারিচাঁদ কবিতা পরিষদ প্রতিষ্ঠাকাল থেকে কলেজে সাহিত্য নিয়ে কাজ করে আসছে। প্রতি তিন মাস অন্তর তাদের ম্যাগাজিন ‘জাগরণ’ প্রকাশিত হয়। প্রতিবছর ভাষার মাসে ৫২ প্রশ্নে ২১ পুরষ্কার ও বইমেলার আয়োজনের পাশাপাশি সময় পরিক্রমায় বিভিন্ন কার্যক্রম করে থাকে।