মুসলিম শাসকদের নেফাকি আচরণ মেনে নেয়া যায় না
গাজায় ইসরায়েলের অব্যাহত নারকীয় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন- গাজার মুসলমানদের গণহত্যায় ইসরায়েলের পাশাপাশি মুসলিম শাসকরা দায়ী। এদের নেফাকি আচরণ মেনে নেয়া যায়না। ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণা এখন জরুরি।
গত ২১ মার্চ বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন– জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জামেয়া মাদানিয়া কাজির বাজার এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, সিয়ানাহ ট্রাষ্টের আমীর মুফতি জিয়াউর রহমান, মাওলানা ওলিউরর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, মুকাব্বির আহমদ প্রমুখ।
সভায় ভারতে মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি